খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব
  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি

দিঘলিয়ায় সংঘর্ষের ঘটনায় বিএনপি’র ৮৬ জনের নামে মামলা

দিঘলিয়া প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলার পথের বাজারে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনছার আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার আসামি করা হয়েছে মোট ৮৬ জনকে।

অন্যদিকে ২৫ আগস্ট হামলার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ব্যাপী ক্ষমতাসীন আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগি সংগঠনের মধ্যে অস্থিরতা বিরাজ করছে।

আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগি সংগঠনের একাধিক নেতাকর্মী এবং উপজেলা পর্যায়ের দায়িত্বশীল অনেক নেতা ক্ষোভ প্রকাশ করে খুলনা গেজেটকে বলেন, ২৫ আগস্ট ছিলো বিএনপি’র পূর্বনির্ধারিত কর্মসূচী। কর্মসূচীকে সফল করার জন্য বিএনপি বেশ কিছুদিন থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। অথচ আওয়ামী লীগ এবং যুবলীগের গুটিকয়েক নেতা গুট করে একদিন পূর্বে বিএনপি’র পূর্ব ঘোষিত পথেরবাজার নূর চত্ত্বরে পাল্টা কর্মসূচী ঘোষণা করে। কর্মসূচীতে সর্বসাকুল্যে ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী উপস্থিত হয়। এ কর্মসূচীর দেওয়ার ব্যাপারে স্বয়ং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন কিছুই জানতেন না বলে এ প্রতিবেদকের কাছে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। সম্ভাব্য গোলযোগ এড়াতে বিএনপি স্থান পরিবর্তন করে পথেরবাজার সংলগ্ন সেনহাটী লুৎফরের বটতলায় সমাবেশ করে। বিএনপি’র এ সমাবেশে বিপুল লোকসমাগম হয়। সমাবেশে মহানগরী বাদামতলা, শিরোমণি এবং গিলাতলা থেকে কর্মীরা যোগ দেয়।

আরও পড়ুন: দিঘলিয়ায় আ’লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ১৫

দিঘলিয়া উপজেলা বিএনপিতে বিবদমান দুইটি গ্রুপ রয়েছে। হামলার ঘটনায় উভয় গ্রুপের নেতাকর্মীরা অংশ নিলেও উপজেলা বিএনপি’র প্রাক্তন সভাপতি এবং জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু এবং তাঁর অনুসারীদের বিরুদ্ধে মামলার বিষয়টি নিয়ে যেমন আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে নানামুখী আলোচনা চলছে, তেমনি বিএনপি’র সাইফুর রহমান মিন্টু গ্রুপের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে।

খুলনা গেজেট/  টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!