খুলনা -৪ আসনের সাংসদ আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে সারা বাংলাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মান করে উপহার দেওয়া প্রধানমন্ত্রীর শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ।
তিনি ২৪ জানুয়ারী (রবিবার) বিকালে দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের ঈদগাহের পাশে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার জমি নাই ঘর নাই প্রকল্পের আওতায় নির্মিত ঘর নির্মাণ প্রকল্প পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন দীঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম সহ স্থানীয় এবং উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এর আগে বেলা ১২ টায় তিনি সেনহাটি ইউনিয়নের বাসোর মার খেয়াঘাটে আব্দুস সালাম মুর্শেদী যাত্রী ছাউনির উদ্বোধন করেন। দুপুর সাড়ে ১২ টায় তিনি পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি একই বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
বেলা তিনটায় তিনি দিঘলিয়া ইয়াং মেনস এসোসিয়েশন কর্তৃক আয়োজিত 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা কিছু সময় উপভোগ করেন।
খুলনা গেজেট/এ হোসেন