খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন আজ। দীর্ঘদিন পরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিকাল ৩ টায় হাজী নঈমউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে মূল দুইটি পদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট সাতজন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন।
এদের মধ্যে সভাপতি পদে চারজন হলেন, মোঃ তায়েজ উদ্দিন তার প্রতীক দোয়াত কলম, মোঃ মুকিত মীর প্রতীক আনারস, মোঃ ফিরোজ আহমেদ মুকুল প্রতীক চেয়ার, মোঃ কোবাত মুন্সি প্রতীক মোটরসাইকেল।
সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী হলেন বাদশা গাজী প্রতীক মোরগ, সৈয়দ জামাল উদ্দিন প্রতীক মাছ ও মোঃ ইব্রাহিম সরদার প্রতীক ফুটবল।
দলীয় সূত্রে জানা যায়, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, মোঃ কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল।
সম্মেলন উদ্বোধন করবেন দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু। সভাপতিত্ব করবেন গাজীরহাট ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রামপ্রসাদ অধিকারী।
সম্মেলনের দ্বিতীয় পর্বে স্বচ্ছ ব্যালট বাক্সে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল বলেন, সম্মেলনের দ্বিতীয় পর্বে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের মোট ৪৫৯ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রয়োগ করে সভাপতির, সাধারণ সম্পাদক নির্বাচন করবেন।
খুলনা গেজেট/এইচ