খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত রাতে (সোমবার) শিক্ষার্থীদের অবস্থান নেওয়ার পর মঙ্গলবারের (২৮ শে মে) সকল পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর এ মর্মে একটি নোটিশ জারি করে। সেখানে বলা হয়েছে, আজ ২৮ মে সকাল ৯ টায় ট্রেজারার প্রফেসর ড.অমিত রায় এর সভাপতিত্বে তার অফিস কক্ষে সম্মানিত ডিনবৃন্দের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল স্কুলের সম্মানিত ডিনবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে অনিবার্য কারণবশত আজ ২৮ মে চলতি টার্ম ফাইনাল পরীক্ষার সকল পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষা সমূহ অবশ্যই ঈদের ছুটির আগে অর্থাৎ ৬ জুনের মধ্যে শেষ করতে হবে।
তবে দেরিতে ঘোষণা আসায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তারা বলেন, সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা,পরীক্ষা স্থগিত করা হয়েছে ৯টা ৩০ মিনিটে। অধিকাংশ শিক্ষার্থী নয়টার সময় বের হয়ে যায় বাসা থেকে।সিদ্ধান্তটি আরো আগে নেওয়া উচিত ছিল। মানসিক চাপ ও হয়রানির শিকার হয়েছে অনেক শিক্ষার্থী।
উল্লেখ্য,গত সোমবার রাত সাড়ে বারোটায় আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীরা ২৮ মে (মঙ্গলবার) এর সকল পরীক্ষা স্থগিত এবং পুনরায় সময়সূচি নির্ধারণের দাবি নিয়ে হাদী চত্বরে অবস্থান নেন।
খুলনা গেজেট/এএজে