মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে খুলনার দাকোপ উপজেলায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার পূর্ব বাজুয়া মধ্যপাড়া সার্বজনীন মাঠ প্রাঙ্গণে ব্যতিক্রম যুব সংঘের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের সাধারণ সম্পাদক সৌরভ গাইন। এতে ১৬টি দল অংশ নেন।
পূর্ব বাজুয়া সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সভাপতি অম্বিকা গাইনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বাজুয়া ইউপির ৭ নম্বর ওর্য়াড সদস্য কার্ত্তিক চন্দ্র মণ্ডল, সংরক্ষিত নারী ইউপি সদস্য গীতা রাণী মণ্ডল, সাবেক ইউপি সদস্য চারুপ্রসাদ জোয়াদ্দার, ব্যতিক্রম যুব সংঘের সভাপতি অরুপ রতন গাইন, বিশ্বজিৎ সরকার প্রমূখ।
উদ্বোধনী খেলায় নৈতিক যুবসংঘ বনাম যুগান্তর যুবসংঘ অংশ নেন। প্রত্যেক টিমে ৯ জন করে খেলোয়াড় খেলবে এবং খেলা হয় ১০ ওভার করে। শুক্রবার সন্ধ্যায় ৮টি খেলা শেষে শনিবার হবে ফাইনাল খেলা। ফাইনাল খেলায় বিজয়ী দল পাবে প্রথম পুরষ্কার ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় পুরষ্কার দেয়া হবে। এছাড়া কোয়ার্টার ফাইনালে পরাজিত দলের খেলোয়াড়দের মধ্যেও পুরষ্কারের আয়োজন রয়েছে।
খুলনা গেজেট / এআর