জেলার দাকোপ উপজেলায় সুদের কারবারী পাশাপাশি অত্যাচার ও নির্যাতন শুরু করেছে সুন্দরবনের বনদস্যূদের সহযোগীরা। মতি গাজীর ছেলে মাজাহারুল গাজীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে রবিবার সকালে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলার কালাবগি এলাকার মৃত শামসুর শেখের পুত্র মোঃ এনামুল শেখ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মাজাহারুল গাজীর কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে আজ এলাকার শতাধিক মানুষ সর্বশান্ত হয়েছেন। কিন্তু মাজাহারুলের সাথে সুন্দরবনের একাধিক দস্যুবাহিনীর সাথে সখ্যতা থাকায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। মুখ খুললেই তার উপর নেমে আসে অমানবিক নির্যাতন।
তিনি আরও বলেন, তার মায়ের চিকিৎসার জন্য মাজহারুলের নিকট থেকে ২৫ হাজার টাকায় প্রতি মাসে ৫ হাজার টাকা দেয়ার শর্তে প্রায় ৫০ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু মাজাহারুল এখনও প্রতিনিয়ত সুদের টাকার জন্য নির্যাতন করে চলেছে। শুধু আমি একা নই, নলিয়ান এবং কালাবগি এলাকার শতাধিক মানুষ তার কাছ থেকে টাকা নিয়ে আজ সর্বশান্ত হয়ে গেছেন। কেউ তার কাছে টাকা চাইতে গেলে সে তার বনদস্যু বাহিনী দিয়ে শায়েস্তা করার হুমকি প্রদান করে। অনেকেই তার হাতে মারপিটের শিকার হওয়ায় আর কেউ মুখ খুলতে সাহস পায় না। পুলিশ নাকি সে কিনে রেখেছে বলে এলাকায় প্রচার করে।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে সুদের কারবারী ও বনদস্যুদের সহযোগী মাজাহারুলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
খুলনা গেজেট/নাফি