দাকোপের সুতারখালী ইউনিয়নে মুক্তিযোদ্ধা গফুর গাজীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহে গার্ডঅব অনার প্রদান করা হয়। এরপর নামাজে জানাযা শেষে সুতারখালী গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
জানাযায় উপজেলার সুতারখালী ইউনিয়নের সুতারখালী গ্রমের মুক্তিযোদ্ধা গফুর গাজী গত কয়েকদিন থেকে স্ট্রোকজনিত রোগে ভুগছিলেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাকালীন সময়ে ১৫ ডিসেম্বর সকাল ৭ টায় ইন্তেকাল করেন। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা গফুর গাজীকে গার্ডঅব অনার প্রদান করা হয়।
দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস মরদেহ জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেন ও পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায় । এসময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ শেখ সেকেন্দার আলী সহ বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র নাথ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা অহেদ গাজী, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। সেখান থেকে মরদেহ তার গ্রামের বাড়ি সুতারখালীতে নিয়ে যাওয়া হয়। মুক্তিযোদ্ধা গফুর গাজীর ইন্তেকালে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ শোক বিবৃতি দিয়েছেন। নেতৃবৃন্দ শােক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
খুলনা গেজেট/এ হোসেন