খুলনার দাকোপ উপজেলায় আসন্ন দূর্গাপূজায় মন্দিরে নিরাপত্তা বিধানের জন্য সোমবার আনসার ভিডিপি সদস্যদের দায়িত্ব বন্টন করা হয়।
দায়িত্ব গ্রহণের জন্য সকাল ১০টায় উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা থেকে আনসার ভিডিপি সদস্যরা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার অফিসে হাজির হয়।
আনসার ভিডিপি অফিস সূত্রে জানা যায়, দাকোপ উপজেলায় এবার ৮৪ টি দূর্গা পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এ পূজায় শান্তি শৃঙ্খলা রক্ষাসহ নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৫০৬ জন আনসার সদস্য দায়িত্ব প্রাপ্ত হবেন।
এ ব্যাপারে দাকোপ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সালমা আক্তার বলেন, দাকোপে ৮৪ টি পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২০টি ও গুরুত্বপূর্ণ ৪৫ টি এবং সাধারণ ১৯ টি পূজা মন্ডপ রয়েছে। গুরুত্ব বুঝে মন্ডপ অনুযায়ী আনসার ভিডিপি সদস্যদের সংখ্যা বাড়ানো হবে। দায়িত্ব বন্টনকালে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট আবদুল্লাহ আল মামুন।
খুলনা গেজেট/এনএম