দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীন নির্বাচনসহ একদফা দাবিতে বিএনপি এবং জামায়াতে ইসলামীসহ বিরোধী বিভিন্ন দল ও জোটের ১০ম দফা অবরোধ কর্মসূচি শুরু হয়েছে আজ। ৪৮ ঘণ্টার অবরোধ আজ বুধবার ভোরে শুরু হয়েছে। তা শুক্রবার ভোর ৬টায় পর্যন্ত চলবে। ১০ম ধাপের বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের শুরুর আগের রাতেই রাজধানীসহ সারাদেশে মিছিল করেছে নেতাকর্মী ও সমর্থকরা।
মঙ্গলবার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দাবি করেছেন, ২৪ ঘণ্টায় সারাদেশে দলটির ও এর অঙ্গসহযোগী সংগঠনের ২৮৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে ১৫টি এবং ১৩৯৫ জনের অধিক নেতাকর্মী (এজাহার নামীয়সহ অজ্ঞাত) আসামি করা হয়েছে।
অবরোধ সফল করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, গণতন্ত্র ফেরানোর আন্দোলন চলছে। ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হবে আগামীকাল সকাল ৬টা থেকে, চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত। এই অবরোধ কর্মসূচিতে সর্বস্তরের বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা রাস্তায় থাকবেন। সব জনগণ এই অবরোধ কর্মসূচিকে সমর্থন দিয়েছে। আমরা জনগণের সমর্থনে বিশ্বাস করি, আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। আমাদের একমাত্র অবলম্বন হচ্ছে জনগণ।
২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা হওয়ার পর থেকেই বিএনপি ইতোমধ্যে দুই দফায় চার দিনের হরতাল এবং ৯ম দফায় ১৭ দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে। কর্মসূচি একই হলেও আলাদাভাবে পালন করে যাচ্ছে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো।