লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না এলডিপি। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে মগবাজারে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ড. অলি আহমেদ বলেন, চলমান আন্দোলনে থাকা অনেক নেতাকর্মী কারাগারে রয়েছে। একদলীয় শাসন পাকাপোক্ত করতেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
নির্বাচনে অংশ নিতে অনেক প্রলোভন দেয়া হচ্ছে দাবি করেন সাবেক এই মন্ত্রী জানান, বিএনপির সব কর্মসূচিতে অংশ নেবে এলডিপি। তত্ত্ববধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না দল। মন্ত্রী আর এমপি হওয়ার জন্য নয়, এলডিপি জনগণের অধিকার ফিরিয়ে আনার রাজনীতি করে বলেও দাবি করেন অলি আহমদ।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
সভায় রাশেদা সুলতানা বলেন, আগের মতো দিন নেই। কমিশন এবার নতুন আইন করেছে ভোটারদের জন্য। তাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো ভোটারকে ভয় দেখালে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। নির্বাচনের পরিবেশ ভালো আছে, ভোটের দিনও ভালো থাকবে। আর কে অবরোধ-হরতাল দিলো- সেটা দেখার সময় নেই।