র্যালি, মানববন্ধন ও পথনাটকসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ-২০২৪ দিবস পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা দলিত।
বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর ৬নং ঘাট আশরাফমামুর মাজার সংলগ্ন সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএসএইড বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং শাসন কার্যালয়ের পরিচালক এলেনা টানসে। সভাপতিত্ব করেন দলিতের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসএইডের প্রোজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট সুমনা বিনতে মাসুদ ও রুমানা আমিন, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের ডেপুটি চিপ অফ পার্টি মঞ্জুরে এলাহী সুমন, প্রোগ্রাম স্পেশালিস্ট মেহেদী হাসান ও অ্যাডভোকেসি স্পেশালিস্ট ইফফাত জেরিন। সেইড প্রকল্প ব্যবস্থাপক ইসরাত নূয়েরী হোসেন, বিকাশ কুমার দাস, প্রদীপ কুমার দাস, অরুণ দাশ, সম্পা দাস প্রমুখ।
কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের সহযোগিতায়, ওয়ার্কিং গ্রুপ ও দলিত হরিজন সম্প্রদায়ের সহযোগীতায় সেইড প্রকল্পের মাধ্যমে কর্মসূচিগুলো পালন করা হয়।
র্যালি ও মানববন্ধনে হরিজন সম্প্রদায় বৈষম্যহীন সমাজ ব্যবস্থার মাধ্যমে অধিকার প্রতিষ্ঠা করা, সংখ্যালঘু কমিশন গঠন করা, বৈষম্য বিলোপ আইন পাস, দলিত হরিজনদের জন্য স্থায়ী আবাসন, শিক্ষার দাবি জানান।