গোপালগঞ্জে ক্ষতিগ্রস্থ দুইটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। আজ বুধবার সকালে জেলা প্রশাসক শাহিদা সুলতানা তাঁর সম্মেলন কক্ষে এই ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা শিশু পরিবারের চতুর্থ শ্রেণীর ছাত্র যোবায়ের রহমান সম্প্রতি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। এই ছাত্রের মা সেলিনা বেগমের হাতে এক লাখ টাকার চেক ও সম্প্রতি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার হামিদুল ইসলামকে গুলি করে হত্যা করে একটি সন্ত্রাসী চক্র। তার স্ত্রী পারভিন বেগমের হাতেও এক লাখ টাকার চেক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ওসমান গণি, গোপালগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মনোয়ার হোসেনসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা বিত্তবানদেরকে ব্যাংকে টাকা না ফেলে রেখে তা দিয়ে সঞ্চয়পত্র কিনে তার লভ্যাংশ দিয়ে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদেরকে সহায়তা প্রদানের আহবান জানিযেছেন।
খুলনা গেজেট/এনএম