আফ্রিকার যেসব দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়েছে, সেসব দেশ থেকে ভারতে এসেছেন, এমন ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। ভারতের মহারাষ্ট্রে এই ছয় রোগী শনাক্ত হয়েছেন। রাজ্যের স্বাস্থ্য দপ্তর এসব তথ্য নিশ্চিত করেছে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা ও অন্যান্য দেশ থেকে এই ছয়জন এসেছেন। তাঁদের মধ্যে কারও কারও করোনাভাইরাসের উপসর্গ নেই। আবার কয়েকজনের মৃদু উপসর্গ রয়েছে। আক্রান্ত এই ছয়জনের শরীরে শনাক্ত করোনার জিন বিন্যাস করা হচ্ছে।
স্বাস্থ্য দপ্তর বলেছে, মহারাষ্ট্রে যে ছয়জন এসেছেন, তাঁরা মূলত মুম্বাই করপোরেশন, কল্যাণ-দমবিভালি করপোরেশন, মিরা-ভান্ডার করপোরেশন ও পুনের বাসিন্দা। এর বাইরে দুজন যাত্রী এসেছেন নাইজেরিয়া থেকে। তাঁরা রয়েছেন পিমপ্রি-চিনচাড় করপোরেশন এলাকায়। আফ্রিকার দেশগুলো থেকে এসে এসব ব্যক্তি কোথায় কোথায় গেছেন, কার কার সংস্পর্শে গেছেন, সেটা শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
পাঁচ দিন ধরে ভারতে করোনার সংক্রমণ ১০ হাজারের নিচে রয়েছে। করোনার সার্বক্ষণিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুসারে, এ পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা তিন কোটি ৪৫ লাখ ৯৬ হাজারের বেশি। দেশটিতে মারা গেছেন চার লাখ ৬৯ হাজারের বেশি রোগী। আর সুস্থ হয়েছেন তিন কোটি ৪০ লাখের বেশি।
করোনার তৃতীয় ধাক্কার শঙ্কায় রয়েছে ভারত। দেশটির বিশেষজ্ঞরা এ নিয়ে বেশ আগেই সতর্কবার্তা দিয়েছেন। এ পরিস্থিতিতে আফ্রিকা থেকে আসা ছয়জনের শরীরে করোনা শনাক্ত হলো।
খুলনা গেজেট/এএ