বাংলাদেশ দলের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুর বিশ্বাস, ওয়ানডের পর দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টেও জয়ের দেখা পাবে বাংলাদেশ। এজন্য প্রত্যেক সেশনে মনোযোগ ধরে রেখে খেলার ওপর জোর দিয়েছেন তিনি।
এবারের সফরের আগে দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো জয় ছিল না বাংলাদেশের। ওয়ানডে সিরিজে সেই খরা কাটিয়ে টাইগাররা জিতে নিয়েছে সিরিজও। নান্নুর বিশ্বাস, এই সাহসিকতা, উদ্যম আর অভিজ্ঞতা কাজে লাগিয়ে টেস্টেও ধরা দেবে জয়।
তিনি বলেন, ‘ওয়ানডেতে এটা বাংলাদেশের অন্যতম বড় সিরিজ জয়। নিউজিল্যান্ডে টেস্ট ম্যাচ জেতা আরও বিরাট ব্যাপার। আমরা বিদেশের মাটিতে অনেক সংগ্রাম করছিলাম। নিউজিল্যান্ড সফর থেকে বিদেশের মাটিতে সাহস নিয়ে খেলা শুরু হয়েছে।’
‘আমাদের খেলোয়াড়রা এখন যথেষ্ট অভিজ্ঞ। সামনে দুটি টেস্ট আছে। আমি আশা করছি পাঁচ দিনই আমরা খুব ভালো ক্রিকেট খেলব। এটা করতে পারলে ইনশাআল্লাহ্ ভালো ফলাফল আসবে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে কখনই জিততে পারেনি বাংলাদেশ। সফরকারী দল হিসেবে টেস্টের প্রোটিয়াদের মোকাবেলা করা আরও কঠিন কাজ। নান্নু অবশ্য আশাবাদী। তার বিশ্বাস, নিউজিল্যান্ডে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় যে পথ দেখিয়েছে টাইগারদের, সেই পথ ধরেই জয় আসবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে।
তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে আগাম কিছু বলতে পারবেন না। প্রত্যেক দিন, প্রত্যেক সেশন গুরুত্বপূর্ণ। মনোযোগ ধরে রাখা খুব জরুরী। আমাদের দল যে মন মানসিকতা ও সাহস নিয়ে খেলছে, ইনশাআল্লাহ্।’
খুলনা গেজেট/ এস আই