দক্ষিণ আন্দামান সাগর ও পার্শ্ববর্তী এলাকায় রোববারের মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রাষ্ট্রীয় সংস্থাটি শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন বার্তা দিয়েছে।
পূর্বাভাসে সিনপটিক অবস্থা নিয়ে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর নাগাদ বিস্তৃত। ২৬ নভেম্বর, রোববারের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও পার্শ্ববর্তী এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক নিয়ে বলা হয়, উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ ১০ থেকে ১৫ কিলোমিটার। বৃষ্টিপাতের বিষয়ে অধিদপ্তর জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় শুক্রবার সন্ধ্যা পাঁচটা ১১ মিনিটে সূর্যাস্ত হবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, শনিবার ঢাকায় সূর্যোদয় ভোর ছয়টা ২০ মিনিটে।
খুলনা গেজেট/ টিএ