খুলনা, বাংলাদেশ | ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে, এ বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে : সুপ্রিম কোর্ট
  সব রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকালে
  ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জয় বাংলাদেশের

দক্ষিণবঙ্গের নাট্যচর্চায় নবদিগন্ত খুবির নাটমন্ডপ

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রতিষ্ঠিত থিয়েটার ল্যাব ‘নাটমণ্ডপ’ দক্ষিণবঙ্গের নাট্যচর্চা এবং সংস্কৃতি বিকাশে একটি যুগান্তকারী ভূমিকা রাখতে চলেছে। বেসিক ব্যাংকের প্রাক্তন উপমহাব্যবস্থাপক এবং বিশিষ্ট সংস্কৃতি কর্মী এস এম এ রাজ্জাকের মহৎ অনুদানে এবং বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. রুবেল আনছারসহ অন্যান্য শিক্ষক মণ্ডলীদের দক্ষ তত্ত্বাবধানে নির্মিত নাটমণ্ডপটি শুধুমাত্র অভিনয়ের জন্য নয়, বরং এটি একটি মঞ্চ, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন সেমিনার ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তাদের সৃজনশীল প্রতিভাকে বিকশিত করতে পারবে।

আজ (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে সত্য, সুন্দর ও মানবিক মূল্যবোধের অন্বেষণে সন্ধ্যায় নাটমণ্ডপে সংবর্ধনা ও সাংস্কৃতিক – সন্ধ্যার আয়োজনের মধ্য দিয়ে এই মঞ্চের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সাংস্কৃতিক সন্ধ্যায় নজরুল সংগীত, রবীন্দ্রনাথ সংগীত, আধুনিক গান, গজল, আদিবাসী নাচ, দেশের গান, ফোক গান, আদিবাসী গান, ফ্যাশান শো ও সব শেষে মহারাজের আশীর্বাদ নাটক, নাটমণ্ডপে মঞ্চায়িত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এস এম আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি ছিলেন, বাসুদেব বিশ্বাস বাবলা ও সভাপতিত্ব করেন বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. রুবেল আনছার এবং আরো উপস্থিত ছিলেন বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!