তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে বৃষ্টি হানা দেয় চট্টগ্রামে। বেশ কিছু সময় পর বৃষ্টি থামলে খেলা শুরুর নতুন সময় নির্ধারণ করে ম্যাচ অফিশিয়ালরা। খেলা শুরুর ঘোষণা ভেসে ওঠার কিছুক্ষণ পরই বেড়ে গেল গ্রাউন্ডসম্যানদের ব্যস্ততা।
পুনরায় বৃষ্টি থামায় ম্যাচ শুরুর নতুন সময় নির্ধারণ করেছে ম্যাচ অফিশিয়ালরা। এর আগে ম্যাচ হওয়ার কথা ছিল ১৯ ওভারে, এবার সেটি নেমে এলো ১৭ ওভারে। খেলা শুরু হবে ৩-৪০ মিনিটে।
এর আগে, সিরিজ নিশ্চিতের ম্যাচে বাংলাদেশ তাদের স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি। অন্যদিকে আয়ারল্যান্ড তাদের স্কোয়াডে একটি পরিবর্তন এনেছে। ক্রেইগ ইয়াংয়ের জায়গায় দলে ঢুকেছেন ফিউন হ্যান্ড।
বাংলাদেশ স্কোয়াড
লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড স্কোয়াড
পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিউন হ্যান্ড, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।
খুলনা গেজেট/