অনূর্ধ্ব-২১ নারী এশিয়া কাপে বাংলাদেশ নারী দল প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল। আজ (মঙ্গলবার) ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত গ্রুপের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ১-২ গোলে থাইল্যান্ডের কাছে হেরেছে। গ্রুপের শেষ ম্যাচে আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে খেলবেন অর্পিতা পালরা।
চলতি বছরের জুনে সিঙ্গাপুরে এএইচএফ কাপ অ-২১ টুর্নামেন্টে থাইল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৫-৪ গোলে। আজ যুব এশিয়া কাপে ওমানে সেই থাইল্যান্ডের বিপক্ষেই তারা ১-২ গোলে হারল। জুনে এএইচএফ কাপে শীর্ষ চার দলের মধ্যে থাকায় বাংলাদেশ নারী দল ওমানে যুব নারী এশিয়া কাপ খেলার সুযোগ পায়।
এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই বাংলাদেশ প্রতিপক্ষ থাইল্যান্ডকে পেনাল্টি স্ট্রোক উপহার দেয়। থাই অধিনায়ক পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি। পরে প্রথম কোয়ার্টারেই ম্যাচে ফেরে বাংলাদেশ। নাদিরা ইমা দুর্দান্ত ফিল্ড গোল করলে ম্যাচে সমতা আসে। মিডফিল্ড থেকে বাড়ানো একটি বল বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণ করেন ইমা। এরপর বক্সের মাঝামাঝি অবস্থান থেকে জোরালো শটে গোলরক্ষক ও ডিফেন্সকে পরাস্ত করেন। বল বোর্ডে প্রবেশের পর উল্লাসে বক্সের মধ্যেই শুয়ে পড়েন তিনি।
দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে বাংলাদেশ পেনাল্টি কর্নার পায়। যদিও সেটি তারা কাজে লাগাতে পারেনি। অধিনায়ক অর্পিতা পাল নিজ দক্ষতায় বেশ কয়েকবার থাইল্যান্ডের সীমানায় বল নিয়ে গেছেন। সতীর্থদের সহযোগিতার অভাবে সেসব আক্রমণ পূর্ণতা পায়নি। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে থাইল্যান্ডও পেনাল্টি কর্নার পেয়ে গোল করতে পারেনি। ফলে ১-১ সমতা নিয়ে বিরতিতে ড্রেসিংরুমে ফেরে দুই দল।
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই থাইল্যান্ড আবার লিড নেয়। থাই অধিনায়ক বক্সের ওপর থেকে কোনাকুনি জোরালো হিটে বাংলাদেশের বোর্ডে বল পাঠান। থাই খেলোয়াড়রা উল্লাসে মাতেন। ওই কোয়ার্টারে আর গোল হয়নি। শেষ কোয়ার্টারে সমতা আনার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়। ফলে ২-১ গোলের হার নিয়েই টার্ফ ছাড়তে হয় বাংলাদেশ। ম্যাচ হারলেও বাংলাদেশ অধিনায়ক অর্পিতা পাল সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান। জুনে সিঙ্গাপুরেও থাইল্যান্ডের বিপক্ষে সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি।
খুলনা গেজেট/এএজে