মোংলায় ইউনিয়ন বিএনপির সদস্য যাচাই বাছাই কমিটিতে দুর্দিনে দলের ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ উঠেছ। অযোগ্য, সুবিধাভোগী ও টাকা ওয়ালাদের বর্তমানে সদস্য করা হচ্ছে এমন আলোচনা এখন উপজেলার সর্ব মহলে। এতে করে দলের ভাবমূর্তি নষ্ট ও সাংগঠনিক কর্মকাণ্ড ব্যাহত হবে বলে মনে করেন দলটির দুর্দিনের কর্মীরা।
বর্তমান সদস্য ফর্মে দুর্দিনে দলের হাল ধরা অনেক নেতাকর্মীদের যায়গা হয়নি, একপেষে ও অযোগ্যদের অন্তর্ভুক্ত করে সদস্য করা হয়েছে, এসব নেতাদের বাদ দেওয়ার প্রতিবাদে ও দুর্দিনে দলের পাশে থেকে দলের জন্য যারা ত্যাগ শিকার করেছে তাদের অন্তর্ভুক্ত করতে মোংলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বিকাল ৫টায় দিগরাজ বাজার থেকে বিএনপি নেতা শেখ জুলফিকার আলীর নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাজার চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ হয়।
এ সময় নেতা কর্মীরা বলেন, যারা কখনো জেল, জুলুমের শিকার হয়নি, দলের পক্ষে মিছিল সমাবেশে পাওয়া যায়নি তাদেরকে নিয়ে কমিটি সাজানো হয়েছে। আর যারা দীর্ঘ ১৭ বছর হাসিনার সরকারের নির্যাতনে জর্জরিত, দলের জন্য জীবনের অর্ধেক সময় জেলখানায় কাটিয়েছে তাদেরকে বাদ রেখেছে, অবিলম্বে এই ধরনের ত্যাগী নেতাকর্মীদের দলে জায়গা দিয়ে হাইব্রিড নেতাদের দল থেকে বাদ দিতে হবে অন্যথায় বৃহৎ কর্মসূচি দেওয়া হবে।
মিছিল শেষে মোংলা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ জুলফিকর আলী বলেন, বুড়িরডাঙ্গা ইউনিয়নের বিএনপি যাচাই বাছাই কমিটিতে অযোগ্য ও অনাকাঙ্ক্ষিত কিছু ব্যক্তি প্রবেশ করেছে, এখানে ত্যাগীদের জায়গা হয়নি। এ কমিটিতে ত্যাগীদের জায়গা দিতে হবে এবং অযোগ্যদের বাতিল করতে হবে, তা না হলে পরিস্থিতির উপর নির্ভর করে সামনে কর্মসূচি দেওয়া হবে।
তিনি আরো বলেন, হাসিনার সরকারের সময় যাদের বার বার জেলে যেতে হয়েছে। যারা ছিলেন বাড়ি ছাড়া, নির্যাতন, অত্যাচার ও প্রশাসনের চাপকে উপেক্ষা করে বিএনপির সংগঠনকে শক্তিশালী করতে ছিলেন রাজপথে। তাদেরকেই এ কমিটিতে রাখতে হবে।
এসময় মোংলা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরজিৎ রায়, বিএনপি নেতা অমল বিশ্বাস, রেজাউল সরদার, শুকুর আলী, শেখ জিয়া, শোয়েব বাবু, শেখ জাহাঙ্গীর, মহব্বত সরদার, বোরহান ফকির, শেখ শামীম, পলাশ রায়, আলেয়া বেগম, সপ্না বেগম, নুরুন্নাহার, লিটু বিশ্বাস, সুমিত্রা দাস, শিখা রানী শীল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ টিএ