“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যের বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় তেরখাদা উপজেলায় শনিবার ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলানায়তনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” শীর্ষক আলোচনা সভায় তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, তেরখাদা ইউসিসি এ লিঃ এর সভাপতি এস এম সালাহ্উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা শংকর চন্দ্র বিশ্বাস।
উপজেলা সমবায় অফিসেরর এআইসিএস মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যোর মধ্যে ছিলেন মুক্তিযুদ্ধের সাবেক ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, শাপলা সমবায় সমিতি ও সমবায় সমিতি এ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মোস্তফা কামাল, আর,কে সমবায় সমিতির সভাপতি মলয় কুমার দাস, বারাসাত গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আরিফ মোল্যা, স্বপ্ন সিড়ি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, আলোর সন্ধানে কৃষি পন্য উৎপাদনমুখী সমবায় সমিতির সভাপতি সেকেন্দার আলী, পাতলা আইপিএম কৃষক সমবায় সমিতির সভাপতি আনন্দ মোহন রায়, মল্লিকপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ বিল্লাল হোসেন, মানব বন্ধন সমবায় সমিতি লি. এর সভাপতি মোঃ সোহেল রানাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শ্রেণিপেশার ব্যক্তিবর্গ প্রমুখ।
খুলনা গেজেট/এনএম