তেরখাদা উপজেলার জয়সেনা এলাকায় জনি মোল্যা (৩০) হত্যা মামলায় দু’জনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল একই এলাকার মৃত সরদার বিশ্বাসের ছেলে বোরহান বিশ্বাস (৪৩) ও ফরহাদ বিশ্বাসের স্ত্রী মারুফা বেগম (৪৫)।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই লিটন বিশ্বাস জানান, সোমবার রাতে জনি মোল্যা হত্যা মামলার আসামী বোরহান ও মারুফা বেগমকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গত ১৪ আগস্ট সকালে উপজেলার পুরাতন জয়সেনা এলাকায় ত্চ্ছুঘটনাকে কেন্দ্র করে জনি মোল্যাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। নিহত জনি মোল্যা ওই গ্রামের মৃত মোঃ লুৎফর রহমান মোল্যার ছেলে। হত্যাকান্ডের পরদিন ১৫ আগস্ট নিহতের ভাই মাসুদ মোল্যা বাদী হয়ে ২১জনকে আসামী করে তেরখাদা থানায় মামলা দায়ের করেন।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (চলতি) স্বপন কুমার রায় জানান, ইতোমধ্যে একাধিক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
খুলনা গেজেট / নাফি