খুলনায় একটি ওয়ান শুটারগানসহ রাজু শেখ (৩২) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রবিবার রাত পৌনে ১১ টার দিকে তেরখাদা দক্ষিণপাড়া নতুন বাস স্টান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৫ আগস্ট) দুপুরে র্যাব-৬ এর সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার তেরখাদা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সন্ত্রাসী কার্যক্রমের জন্য অবস্থান করছে বলে জানতে পারে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই রাত পৌনে ১১ টার দিকে খুলনা জেলার তেরখাদা থানাধীন দক্ষিণপাড়া নতুন বাস স্টান্ড এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ রাজু শেখকে (৩২) গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরী একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার হওয়া আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইনসহ একাধিক মামলা রয়েছে। জব্দকৃত আলামত ও গ্রেপ্তার করা আসামীকে খুলনা জেলার তেরখাদা থানায় হস্তান্তর ও তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।