তেরখাদা উপজেলা সদরের পূর্ব কাটেংগা এলাকার সাবেক ক্রীড়াবিদ আলী আহমেদ মোল্লা বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১২টা হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, পাঁচ ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী।
মরহুম আলী আহমেদ মোল্লা ছিলেন একজন পরিচ্ছন্ন, নীতিবান ও জনপ্রিয় ব্যক্তিত্ব। একই সাথে তিনি বিশিষ্ট সমাজসেবক ও ইখড়ি কাটেংগা ফজলুল হক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বারবার নির্বাচিতসদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে, ক্রীড়াঙ্গনে ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এলাকাবাসীর নিকট তিনি একজন অভিভাবকসুলভ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি লন্ডন প্রবাসী, তারেক রহমান ঐক্য পরিষদের সভাপতি, সাবেক ছাত্রনেতা আরিফ বিল্লাহের পিতা।
বুধবার বাদ যোহর সরকারি ইখড়ি কাটেংগা ফজলুল হক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
মরহুমের মৃত্যুতে স্থানীয় শিক্ষা ও ক্রীড়াঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফকরুল ইসলাম বুলু, মরহুমের বড় ছেলে লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহ, বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য এফ এম হাবিবুর রহমান, রবিউল হোসেন, মোল্যা মাহবুবুর রহমান, ইকরাম হোসেন, জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা সেখ হাফিজুর রহমান, বিএনপি নেতা মোল্যা আজিজুর রহমান গাউস, মিল্টন হোসেন মুন্সী,মোল্লা রফিকুল ইসলাম, মোস্তাক আহমেদ, অ্যাডভোকেট মো. শহীদুল ইসলাম, এস কে নাসির আহমেদ, সাবেক ছাত্রদল সভাপতি লাবু ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা ফয়জুল্লাহ, ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্বাস আলী এবং জামায়াত নেতা আব্দুস সামাদ লিটনসহ অসংখ্য রাজনৈতিক, ধর্মীয় ও পেশাজীবী মানুষ।
খুলনা গেজেট/এসএস