তেরখাদা উপজেলার কাটেঙ্গা এলাকার বাসিন্দা, বিশিষ্ট সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা এজিএম বাসিতুল হাবিব প্রিন্সের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৬ জুলাই) আসরের নামাজের পর উপজেলা সদরের কাটেঙ্গায় তাঁর নিজ বাড়ির সামনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সহকর্মী সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় সর্বস্তরের মানুষ অংশ নেন।
ইমামতি করেন স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব শিক্ষক মাওলানা ফয়জুল্লাহ। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বুধবার দিবাগত রাতে খুলনার বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রিন্স। বুধবার সকাল সাড়ে ৯টায় পরিবারের সদস্যরা তাঁকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সকালেই তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
এজিএম বাসিতুল হাবিব প্রিন্স দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঢাকার ‘ভোরের কাগজ’, ‘দ্য অবজারভার’ এবং খুলনার স্থানীয় দৈনিক ‘প্রবাহ’ পত্রিকায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন।
তাঁর মৃত্যুতে তেরখাদা ও খুলনার সাংবাদিক সমাজ, রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাঁর পেশাগত সততা, নিষ্ঠা ও মানবিক আচরণকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও এক কন্যাসন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সামাজিক সংগঠনগুলো তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
খুলনা গেজেট/এসএস