খুলনার তেরখাদা উপজেলার আদালাতপুর গ্রামে চাচাতো ভাইয়ের টেটার (মাছ ধরার কোচ) আঘাতে বাবুল শেখ (৫০) হত্যাকান্ডের ঘটনায় মামলা হয়েছে। এ মামলার কয়েকঘন্টার মধ্যেই মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি।
নিহত বাবুল আদালতপুরের রাইজাল শেখের ছেলে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
সূত্রমতে, বৃহস্পতিবার দিবাগত রাতে তেরখাদা থানায় চাচাতো ভাই মুকুল শেখকে মূল আসামি করে ১৪ জনের বিরুদ্ধে নিহতের ছেলে নাজমুল শেখ বাদী হয়ে মামলা দায়ের করেন। থানা পুলিশ এজাহারনামীয় তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামিরা হল- বায়জিত শিকদার, মুকুলের স্ত্রী মুক্তা বেগম ও তার পিতা রিজাল শেখ।
স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চাচাতো ভাই মুকুলের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে বাবুলের। এরই সূত্রধরে সকালে মুকুল কোচ দিয়ে বাবুলের মাথায় আঘাত করে। ঘটনার পর এলাকাবাসী এগিয়ে এলে মুকুল পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় বাবুলকে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল আলম বলেন, এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
খুলনা গেজেট/ এস আই