যানজটে নাকাল তেরখাদা উপজেলা সদরের চিত্রা ব্রীজ থেকে বাস স্ট্যান্ড সড়ক পর্যন্ত দীর্ঘদিন ধরে এ সড়কটিতে অসহনীয় যানজট চলে আসছে। ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন সকল শ্রেণিপেশার মানুষ। বছরের পর বছর ধরে প্রচন্ড যানযট চলে আসছে। যা বহুবার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় নিরসনের উদ্যোগ গ্রহণ করা হলেও তা বাস্তবে রূপান্তরিত হয়নি।
তেরখাদা উপজেলা সদরের চিত্রা ব্রীজ থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের আশপাশে অবস্থিত সর্ববৃহত কাটেংগা বাজার, শেরে বাংলা মার্কেট, তেরখাদা সুপার মার্কেট, ইখড়ি কাটেংগা হাইস্কুল, টিএনটি অফিস, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডাক বাংলা, ওয়াপদা অফিস, শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সড়কটুকুর উপর দিয়ে এসব প্রতিষ্ঠানের আগত ক্রেতা সাধারন, দোকানদার, ছাত্রছাত্রী, চাকুরীজীবী, শিক্ষক কর্মচারীসহ সকল শ্রেণিপেশার লোকজনের প্রতিদিন যাতায়াত চলে। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত এই সড়কের উপর জনসাধারণের উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়।
সড়কের উপর এবং কোন সময় সড়কের দুপাশে লেগুনা, বাস, ভ্যান, মটর সাইকেল, টেম্পু স্ট্যান্ড স্থাপন করায় এবং সড়কের কোন কোনস্থানে রাস্তার দুপাশে প্রতিদিন বিভিন্ন প্রকার ভ্রাম্যমাণ দোকান বসার ফলে পথচারীদের পোহাতে হয় চরম বিড়াম্বনা। সামান্য এ সড়কটুকু পার হতে অনেক সময় ৩/৪ মিনিটের স্থলে আধা ঘন্টা সময় লেগে যায়। অসহনীয় যানজটে সাধারন মানুষের নাভিশ্বাস উঠে যায়। অনেক সময় দুর্ঘটনার কবলিত হয় স্কুল কলেজ ও মাদরাসার ছাত্রছাত্রীসহ অনেকেই। এমন অবস্থায় রাস্তায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এলাকার সচেতন নাগরিকদের দাবি চিত্রা ব্রীজ থেকে বাসস্থান সড়ক পর্যন্ত মানুষের চলাচলের উপযোগি করা হোক।
উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় একাধিকবার যানজট নিরসনের সিদ্ধান্ত নিলেও তার স্থায়ীত্ব খুবই কম হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা বলেন, ‘আইন শৃঙ্খলার মিটিংএ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, দ্রুত যানজট নিরসনে প্রশাসনের পক্ষে মোবাইল কোটের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।’
খুলনা গেজেট/এনএম