খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বিমানবন্দরে আটক; স্ত্রী সহ কানাডার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি
  ব্যক্তিগত আয়কর দেয়ার সময় বাড়লো ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানির ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি : এনবিআর

তেরখাদায় ভাল কাজের জন্য দুই গ্রাম পুলিশকে সম্মাননা

তেরখাদা প্রতিনিধি

মাদক, সন্ত্রাসী ও ইভটিজারের জায়গা তেরখাদায় স্থান হবে না। অপরাধীদেরকে তেরখাদা ছাড়তে হবে। সুন্দর ও আধুনিক তেরখাদা উপহার দিতে কাজ করতে এসেছি। চুরি, ডাকাতি ছিনতাই প্রতিরোধে তেরখাদা থানা পুলিশের টিম কঠোর অবস্থানে। তাই বিভিন্ন ধরণের অপরাধীদের বিষয়ে তথ্য দিতে গ্রাম পুলিশ সদস্যদের অনুরোধ জানিয়েছেন তেরখাদা থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদি হাসান।

মঙ্গলবার সকালে থানা চত্বরে গ্রাম পুলিশদের সাপ্তাহিক খাজিরা ও বিনিময় অনুষ্ঠানে থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি এসব কথা বলেন। এসময় ব্যক্তিগত কর্মদক্ষতা মুল্যায়নের জন্য দুজন গ্রাম পুলিশকে ভালো কাজের জন্য সম্মাননা ও নগদ অর্থ প্রদান করেন থানার ওসি মোঃ মেহেদী হাসান।

তিনি বলেন, তেরখাদায় চুরি, ডাকাতি নিয়ন্ত্রণের জন্য থানা পুলিশের টিম গভীর রাতে পুলিশ টহল জোরদার রেখেছে। বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে গ্রাম পুলিশ সদস্যদেরকে। অপরাধীদের দেখলেই তেরখাদা থানা পুলিশকে অবহিত করতে হবে। কাউকে আমরা ছাড় দিবো না।

মতবিনিময়ে ওয়ার্ড ভিত্তিক জুয়া, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার, নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারের বিষয়ে আলোচনা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!