তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে মানুষের ভোগান্তি চরমে উঠেছে। গত কয়েদিন ধরে গরমে নাভিশ্বাস ওঠা মানুষ এখন বরাবর বিদ্যুতের সেবা থেকেও বঞ্চিত হচ্ছে। দিনে সূর্যের তেজ আর রাতে ভ্যাপসা গরমে অসহনীয় অবস্থায় সময় পার করছে মানুষ। ঘন ঘন লোডশেডিংয়ে বেশি বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
প্রচন্ড দাবদাহ আর দিনের বেশি সময় পল্লী বিদ্যুৎ সমিতির অসহনীয় লোডশেডিং থাকায় তেমন একটা বেচা-বিক্রি হচ্ছে না বলে জানিয়েছে ব্যবসায়ীরা। গ্রামাঞ্চলের বাসিন্দা সহ বিদ্যুতের ওপর নির্ভরশীল ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা। বিদ্যুতের ওপর নির্ভরশীল গৃহস্থালি কাজে ব্যাঘাত ঘটায়ও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
ব্যবসা প্রতিষ্ঠান,বাসা বাড়ি ও বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে নষ্ট হচ্ছে কর্ম ঘণ্টা। চরম মাত্রায় লোডশেডিং এর কারণে ব্যবসায়ীদের লেমিনিটিং মেশিন,বাসা বাড়ির ফ্রিজ,এসি, টিভি ও কম্পিউটার সহ বিভিন্ন দামি দামি জিনিসপত্র নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বেশি সময় বিদ্যুৎ না থাকলে ইন্টারনেট সেবাও হচ্ছে বিঘ্নিত ।
তেরখাদা উপজেলায় পল্লী বিদ্যুতের জোনাল অফিসের আওতায় ২৫ হাজারের অধিক গ্রাহক রয়েছে। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির তেরখাদা সাব জোনাল অফিসের সহকারি ম্যানেজার মো: বিদ্যুৎ মল্লিক জানিয়েছেন,চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ অর্ধেকের নিচে নেমে আসায় ঘনঘন লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন।
তেরখাদায় পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় মোট গ্রাহকের চাহিদা রয়েছে ৯ মেগাওয়াট। কিন্তু সরবরাহ দেওয়া হচ্ছে ২ থেকে ৩ মেগাওয়াট বিদ্যুৎ, বলে জানান এই কর্মকর্তা।
খুলনা গেজেট/ টিএ