তেরখাদা উপজেলার ৬টি ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডসহ কোটি কোটি টাকার সরকারি খাস জমি অবৈধ দখলে চলে গেছে। স্থানীয় প্রভাবশালীদের একটি চক্র এ সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর-বাড়ি। কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে সুচতুর ব্যবসায়ী ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা যে যার মত করে জায়গা দখল করে পাকা ইমারত নির্মাণ করে দখল করছে আবার অনেকে বালু, মাটি দিয়ে ভরাট করে রাতারাতি পাকা স্থাপনা গড়ে তুলেছে। যেভাবে সরকারি জায়গা দখল হচ্ছে, বছরের পর বছর অতিবাহিত হলেও এ সব সম্পত্তি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই।
সরেজমিনে উপজেলার আজগড়া ইউনিয়নে শেখপুরা বাজার, আমতলা, আজগড়া এলাকার বিভিন্ন জায়গা দখল করে গড়ে উঠেছে শত শত দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ী। বারাসাত ইউনিয়নে হাড়িখালী, কাটেংগা বাজার, ইখড়ি সহ বিভিন্ন এলাকায় সরকারি জমিতে অবৈধ ভাবে গড়ে উঠেছে দোকান ঘর ও বসতবাড়ী। ছাগলাদাহ ইউনিয়নের ছাগলাদাহ বাজার, মশুন্দিয়া বাজার, ধানখালী, ইছামতি সহ বিভিন্ন এলাকায় সরকারি সম্পত্তি অবৈধ ভাবে ভোগ দখল করছে প্রভাবশালীরা।
সাচিয়াদাহ ইউনিয়নের সাচিয়াদাহ বাজার, পাতলা বাজার সহ বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ড ও সরকারি খাস জায়গা অবৈধ দখলে। তেরখাদা সদর ইউনিয়নের তেরখাদা বাজার, জয়সেনা বাজার, তেরখাদা-কালিয়া রোডের সুইচ গেইট সংলগ্ন, বলরধনা বাজার, রামমাঝি নদীর কুল সহ বিভিন্ন যায়গায় রয়েছে অবৈধ স্থাপনা। মধুপুর ইউনিয়নের কোলা বাজার সুইচ গেইট, মধুপুর সুইচ গেইট, লস্করপুর সুইচ গেইট, মোকামপুর সুইচ গেইট, মল্লিকপুর সুইচ গেইট সহ বিভিন্ন গেইটের সাথে মিলিয়ে অগনিত কাঁচা পাকা দোকান ঘর নির্মাণ করা হয়েছে।
এ ব্যাপারে অবৈধ দখলদারদের তালিকা তৈরি করে সরকারি জায়গা উদ্ধারের জন্য বাংলাদেশ সেনাবাহিনী সহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা নেগম নেলী বলেন, সরকারি জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এনএম