ইউক্রেনে রুশ সামরিক অভিযান চলছে। রাশিয়ার ওপর ধারাবাহিক অবরোধের পরেও অভিযান থেকে পিছু হটেনি রাশিয়া। এ পর্যন্ত তিনবার দুই দেশের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়ে গেলেও কোনো সমাধানে আসা যায়নি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এবার তুরস্কের মধ্যস্থতায় দেশটিতে বৈঠকে মিলিত হতে যাচ্ছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেই বৈঠকে উপস্থিত থাকবেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।
বৈঠক নিয়ে দিমিত্র কুলেবা বলেছেন, তিনি ল্যাভরভের সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সরাসরি আলোচনার প্রস্তাব রাখবেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব রেখেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
এর আগে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক এই সপ্তাহের শেষের দিকে ইউক্রেন ও রাশিয়াকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের ঘোষণা দিয়েছে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জানিয়েছেন, ১০ মার্চ তুরস্ক, রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে তুরস্কের শহর আনাতোলিয়ায়।
শান্তি ও স্থিতিশীলতার জন্য বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলে আশা প্রকাশ করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাবে তার দেশ।’
খুলনা গেজেট/ এস আই