খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া প্রতিবেদক

তাণ্ডব! না সেটা বললেও কম হয়ে যাবে। বিশ্বকাপে নিজেদের শুরুটা দক্ষিণ আফ্রিকা এমনভাবে যেটা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি।

শ্রীলঙ্কার বোলিং লাইনআপের ওপর ধ্বংসযজ্ঞ চালিয়েছে স্রেফ। কুইন্টন ডি কক, রাসি ফন ডার ডুসেন ও এইডেন মারক্রামের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৪০ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করিয়েছে প্রোটিয়ারা। বিশ্বকাপে এটাই কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ।

বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম কোনো দলের এক ইনিংসে তিন সেঞ্চুরির দেখা মিলল। এর মধ্যে মারক্রাম বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডই গড়ে ফেললেন। ৪৯ বলে সেঞ্চুরি স্পর্শ করেছেন তিনি। ভেঙেছেন ১২ বছর ধরে টিকে থাকা আইরিশ ব্যাটার কেভিন ও’ব্রায়েনের রেকর্ড (৫০ বলে)।

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রোটিয়াদের আগে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। সিদ্ধান্তটি নিয়ে হয়তো অনুশোচনা বোধ করছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। যদিও দলীয় ১০ রানে প্রথম ব্রেকথ্রু পায় তারা। মাত্র ৮ রানে দিলশান মাদুশঙ্কার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।

এরপর লঙ্কান বোলারদের তুলোধুনো করতে থাকেন ডি কক ও ফন ডার ডুসেন। দ্বিতীয় উইকেটে ২০২ রানের জুটি গড়েন তারা। ৮৩ বলে ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি করা ডি কক থামেন পাক্কা ১০০ রানে।

বিস্তারিত আসছে…




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!