টেস্ট সিরিজ, ওয়ানডে সিরিজ ও প্রস্তুতি ক্যাম্পের উদ্দেশে তিন ধাপে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবেন বাংলাদেশের ক্রিকেটাররা। তিন ধাপেই ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকায় যাবেন কাতার হয়ে।
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট। ওয়ানডে তিনটি আইসিসি ওয়ানডে সুপার লিগ ও টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। সিরিজের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে। ১৮ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত চলবে মাঠের লড়াই।
ওয়ানডে সিরিজ চলাকালে টেস্ট দল কেপটাউনে প্রস্তুতি ক্যাম্প করবে। সেই ক্যাম্পে থাকবেন স্কোয়াডের বাইরে থাকা আরও ৩ ক্রিকেটার। ১১ মার্চ ক্রিকেটারদের প্রথম দল কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে দেশ ছাড়বে সকাল পৌনে এগারোটায় ও দ্বিতীয় দল সকাল রাত এগারোটায়। পরদিন ১২ মার্চ সকাল পৌনে এগারোটায় দেশ ছাড়বে ক্রিকেটারদের তৃতীয় গ্রুপ, যথারীতি কাতার এয়ারলাইন্সে।
একনজরে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের স্কোয়াড:
ওয়ানডে
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ।
টেস্ট
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান।
খুলনা গেজেট/ এস আই