রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনির মুক্তির দাবিতে রাশিয়া জুড়ে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ এনে জার্মানি, সুইডেন ও পোল্যান্ডের তিন কূটনীতিককে বহিস্কার করেছে রাশিয়া। খবর বিবিসি ও এএফপির।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ওই তিন কূটনীতিক ২৩ জানুয়ারি অবৈধ বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এই বহিস্কারাদেশের নিন্দা জানিয়েছে জার্মানি, সুইডেন ও পোল্যান্ড। নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও ইউরোপিয়ান ইউনিয়নও।
জার্মানি বহিস্কারের বিষয়টিকে অযথাযথ বলে উল্লেখ করেছে। পাশাপাশি তারা জানিয়েছে রাশিয়া যদি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করে তাহলে তারাও এটার জবাব দিবে।
এদিকে সুইডেন জানিয়েছে তাদের কূটনীতিকের বিক্ষোভে অংশ নেওয়ার কোনো প্রমাণ তারা পায়নি। তারাও এটার যথাযথ জবাব দিবে।
পোল্যান্ড জানিয়েছে রাশিয়ার এই ধরনের বহিস্কারাদেশের সিদ্ধান্ত ভবিষ্যতে দেশ দুটির দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটাবে।
শুক্রবার ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লাভরোভের সঙ্গে দেখার করার পর পরই তিন কূটনীতিককে বহিস্কারের ঘোষণা দেয় রাশিয়া।
২৩ ও ৩১ জানুয়ারি গ্রেফতার হওয়া নাভালনির মুক্তির দাবিতে রাশিয়া জুড়ে হওয়া বিক্ষোভে লাখ লাখ মানুষ অংশ নেয়। এই বিক্ষোভ থেকে হাজার হাজার নাভালনি সমর্থককে গ্রেফতারও করা হয়।
খুলনা গেজেট/কেএম