খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

তিন গ্রুপে করোনা টেস্ট দিয়ে বিকেএসপিতে যোগ দিবেন ৪৫ যুব ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

করোনা পরিস্থিতি সামলে যুব ক্রিকেটারদের ক্যাম্প শুরু হচ্ছে আগামী ২২ আগস্ট থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলেপমেন্টের আয়োজনে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপিতে) চার সপ্তাহের এ ক্যাম্পে মোট ৪৫ জন ক্রিকেটার অংশ গ্রহণ করবে। বিসিবি থেকে এরই মধ্যে ৪৫ ক্রিকেটারের সাথে যোগাযোগ করা হয়েছে ক্যাম্পে যোগদানের জন্য। ক্যাম্প শুরুর আগে সব ক্রিকেটারকে কোভিড-১৯ টেস্ট দিতে হবে।

মোট ৪৫ জন ক্রিকেটারকে তিন গ্রুপে ভাগ করে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে। ২২ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু হলেও ক্রিকেটারদের ১৫ আগস্ট থেকে রিপোর্ট করতে হবে মিরপুর শের এ বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ১৫ আগস্ট গ্রুপ ‘১’ থাকা ১৫ ক্রিকেটার মিরপুরে রিপোর্টিং করেবন। পরদিন ১৬ আগস্ট হবে তাদের কোভিড-১৯ টেস্ট। কোভিড-১৯ টেস্টে নেগেটিভ হওয়া ক্রিকেটাররাই পরদিন ১৭ আগস্ট যোগ দিবেন বিকেএসপিতে। একই ভাবে গ্রুপ ‘২’ এ থাকা ক্রিকেটাররা ১৭ আগস্ট মিরপুরে রিপোর্ট করবেন, ১৮ আগস্ট হবে তাদের কোভিড-১৯ পরীক্ষা। তারা বিকেএসপিতে যোগ দিবেন ১৯ আগস্ট। আর গ্রুপ ‘৩’ এ থাকা ক্রিকেটাররা ১৯ আগস্ট মিরপুরে রিপোর্ট করবেন, ২০ আগস্ট কোভিড-১৯ পরীক্ষা শেষে ২১ আগস্ট বিকেএসপিতে যোগ দিবেন। সবশেষে আগামী ২২ আগস্ট থেকে বিকেএসপিতে শুরু হবে ক্যাম্প। ৪ সপ্তাহের এ ক্যাম্প শেষ হবে ১৮ সেপ্টেম্বর। চার সপ্তাহের এ ক্যাম্প থেকে ছোট করা হবে ৪৫ জনের দল।

যুব টাইগাদের ক্যাম্পে যারা জায়গা পেলেন :

গ্রুপ (১) : মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, ফাহিম হাবিব মোর্শেদ, মো: হাবিবুর রহমান, সানজিদুর রহমান, বায়েজিদ মিয়া, শাহরিয়ার আলম মাহিন, মুস্তাকিম মিয়া, আশিকুর রহমান আশিক, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব লিওন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, মো: আশরাফুল হাসান রোহান ও হাসিব হাওলাদার।

গ্রুপ (২) : অনিক চাখি, অনিক সরকার সেতু, ইমন আলী, মফিজুল ইসলাম রবিন, হৃদয় দেব, ফারদিন খান, ইফতেখান হোসেন ইফতি, হাবিবুর রহমান মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, মো: জিল্লুর রহমান, আবু বক্কর আহমেদ, জাকারিয়া ইসলাম শান্ত ও আরাফাত ইসলাম।

গ্রুপ (৩) : সাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহরাব হোসেন অনিম, আব্দুল্লাহ আল মামুন, খালেদ হাসান, আইচ মোল্লা, সাগর আহমেদ, রিহাদ খান, সিয়াম আল সাকিব, শাহরিয়ার সাকিব, শাওন কাজী সুমন, মিজবাহ আহমেদ, মাকসুদুর রহমান, লিমন হোসেন ও মঈনুল হাসান।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!