করোনার ভয়াবহ থাবায় ভারতে এই করুণ পরিণতির জন্য তিনটি কারণ চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কারণগুলো হলো – স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গণজমায়েত, অতিসংক্রামক করোনার ধরণ ও টিকাদানের নিম্ন হার।
আগের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘন্টায় ভারতে প্রথমবারের মতো করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৮৫ জনের। দেশটিতে এখন মোট মৃত্যু ২ লাখ ছাড়িয়ে গেছে। শেষ ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৩ লাখ ৬৯ হাজার ৯০২ জন রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণের দিক দিয়ে ভারত রয়েছে বিশ্বে দ্বিতীয় অবস্থানে। এই সংখ্যা প্রায় এক কোটি ৮০ লাখ।
এদিকে কমপক্ষে ১৭টি দেশে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের বিস্তার ঘটেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । তবে এর মধ্যে বাংলাদেশের নাম আছে কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খুলনা গেজেট/এনএম