তিউনেসিয়ার উপকূলে আবারও অভিবাসী বোঝাই নৌকা ডুবির ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। আফ্রিকার সাব সাহারা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এসব অভিবাসীরা ইতালি যাওয়ার চেষ্টা করছিল। একটি মানবাধিকার সংস্থার বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ইতালির আনসা নিউজ এজেন্সি জানিয়েছে গত ২৪ ঘণ্টায় লামপেডুসা দ্বীপে প্রায় ২ হাজার অভিবাসী এসেছে। যা রেকর্ড গড়েছে।
সামাজিক এবং অর্থনৈতিক অধিকার ফোরামের কর্মকর্তা রোমধানে বিন ওমর রয়টার্সকে বলেন, শরণার্থী এবং অভিবাসীদের বহনকারী নৌকাটি স্ফ্যাক্স সৈকত থেকে যাত্রা শুরু করার পরে তিউনিসিয়ার মাহদিয়া উপকূলে এসে ডুবে যায়। এতে এ মৃত্যুর ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, তিউনেসিয়ার কোস্টগার্ড ডুবে যাওয়া নৌকা থেকে ৫ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
তবে এ ব্যাপারে তিউনেসিয়ার কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
গত চার দিনে স্ফ্যাক্স সৈকতে অভিবাসী বোঝাই ৫টি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে ৯ জনের মৃত্যু হয় এবং ৬৭ জন নিখোঁজ রয়েছে।
কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছে গত চারদিনে অভিবাসী বোঝাই ৮০টি নৌকা আটক করেছে তারা। এসব নৌকাগুলো ইতালির দিকে যাচ্ছিল। এসব নৌকা থেকে ৩ হাজার জনকে আটক করা হয়েছে। যারা আফ্রিকার সাব সাহারা দেশ থেকে এসেছে।
স্ফ্যাক্স সমুদ্র সৈকতটি ইতালিতে যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ রুট। বিশেষ করে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক নাগরিক দারিদ্রতার কারণে উন্নত জীবনের আশা ইউরোপের দেশে জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি জমায়।
জাতিসংঘের তথ্য অনুসারে, এই বছর ইতালিতে পৌঁছানো কমপক্ষে ১২ হাজার মানুষ তিউনেসিয়া থেকে যাত্রা করে। ২০২২ সালে এ সময়ের মধ্যে এ সংখ্যা ছিল ১ হাজার ৩০০ জন।
এর আগে লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার সংখ্যা বেশি ছিল।
খুলনা গেজেট/ এসজেড