তিউনিশিয়ার প্রধানমন্ত্রী এলাইস ফাখফাখ দেশটির রাষ্ট্রপতি কাইস সাইয়েদের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডলইস্টআই এক প্রতিবেদনে এ কথা জানায়।
সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, দেশটির জাতীয় সংসদের ১০৫জন সংসদ সদস্যের একটি দল তার নেতৃত্বের প্রতি অনাস্থা প্রস্তাব উত্থাপন করার পরে তিনি এ পদত্যাগ পত্র দেন।
দেশটির রাষ্ট্রপতি কাইস সাইয়েদকে এক সপ্তাহের মধ্যে নতুন একজনকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন করতে হবে যিনি নতুন সরকার গঠনের জন্য দুই মাস সময় পাবেন এবং সংসদের মাধ্যমে তা পাস করাতে হবে।
খুলনা গেজেট/এআইএন