ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক দিমুথ করুনারত্নে। ফলে টস হেরে এখন ফিল্ডিংয়ে করছে সফররত বাংলাদেশ। দুদল মধ্যকার সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়।
টস জিতে ব্যাটিং নিয়ে মন্থর শুরু হয়েছে শ্রীলঙ্কার। বোলিংয়ে উইকেট নেওয়ার অপেক্ষায় বাংলাদেশ। তাসকিন আহমেদ ও আব জায়েদ রাহী দুই প্রান্ত থেকে নিয়ন্ত্রিত বল করছেন।
প্রথম ম্যাচের একাদশ থেকে পরিবর্তন হয়েছে মাত্র একটি। আর তাতেই কপাল খুলেছে টাইগার তরুণ পেসার শরিফুল ইসলামের। টেস্ট ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে তার।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল:
তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী ও শরিফুল ইসলাম।
দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কা দল:
দিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নে, ওসাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলা ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশানকা, নিরোশান দিকভেলা, সুরাঙ্গা লাকমাল, রামেশ মেন্ডিস, বিশ্ব ফার্নানন্দো এবং প্রবীণ জয়াবিক্রমা।
খুলনা গেজেট/কেএম