খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনার বড় বাজারের পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
  আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

তালেবান হামলায় কেঁপে উঠলো আফগানিস্তান, নিহত ১২৮

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে তালেবান-সেনা সংঘর্ষে  ১২৮ নিহত হয়েছেন। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, শনিবার দেশটির উত্তরাঞ্চলের তাকহার প্রদেশে এক নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা চালায় তালেবান সদস্যরা। এতে ঘটনাস্থলেই ৯ নিরাপত্তা সদস্য প্রাণ হারান।

একই দিন উত্তর-পূর্বাঞ্চলের বাদাকাহসান প্রদেশেও একইভাবে ঝড়ো হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৪ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন এ আফগান মুখপাত্র।

অন্যদিকে, রাজধানী কাবুলে শক্তিশালী ম্যাগনেটিক বোমা হামলা চালায় অস্ত্রধারীরা। এ ঘটনায় একজন নিহত এবং চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলেন শহরের এক পুলিশ মুখপাত্র। তবে কাবুলের হামলায় এখন পর্যন্ত কোন গোষ্ঠী দায় স্বীকার করেনি।

এমন নৃশংস হামলায় নিন্দা জানিয়ে সশস্ত্র তালেবান গোষ্ঠীকে অস্ত্র রাখার আহ্বান জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। সেই সঙ্গে আন্তঃআফগান শান্তি আলোচনায় বসতে সশস্ত্র গোষ্ঠীকে ভেবে দেখতেও বলেন তিনি।

গেল (২১ আগস্ট) শুক্রবার আফগানিস্তানের সন্ত্রাসবিরোধী অভিযানে বিমান হামলায় অন্তত ১১৪ তালেবান সদস্য নিহত হয়েছেন, এমন দাবি করে বিবৃতি দিয়েছে আফগান ন্যাশনাল আর্মি- এএনএ।

দেশটিতে ১৯ বছরের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র এবং তালেবান প্রতিনিধিদের মধ্যে যখন শান্তি আলোচনা চলছে তখনই দেশটিতে একের পর এক হামলার ঘটনা ঘটছে। এতে প্রাণ হারাচ্ছেন সেনা এবং বেসামরিক মানুষ। হামলার ঘটনায় হুমকিতে পড়ছে এই শান্তিচুক্তি।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!