খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর
  ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  সাতক্ষীরা পৌর মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ : হাইকোর্ট

তালা সদর ইউনিয়নের নব-নির্বাচিতদের অভিষেক 

তালা প্রতিনিধি

তালা সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সরদার জাকির হোসেন ও সাধারণ সদস্য এবং সংরক্ষিত সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪নভেম্বর) বেলা ১২ সময় তালা সদর ইউনিয়নবাসীর আয়োজনে উক্ত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার।

স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন। প্রথমে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলাপ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভিন পাপড়ী, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল অলম খান, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরন পরিচালক শহিদুল ইসলাম, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাসের নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ইয়াকুব আলী, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মীর আবুল কালাম।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বিশ্বাস, আওয়ামীলী নেতা সৈয়দ ইদ্রিস, শাহিনুর রহমান খাঁ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুনেচ্ছা, ইউপি সচিব শাহানারা খাতুন, ইউপি সদস্য শেখ আব্দুর রাজ্জাক, সফিকুল ইসলাম খাঁ, মোঃ নজরুল ইসলাম মোড়ল, মোঃ বাইজীদ হুসাইন, লুৎফার রহমান, মোঃ আছাদুল ইসলাম, শেখ জাহাঙ্গীর হোসেন, মোঃ মফিজুল ইসলাম, রেহেনা বেগম, শাহিদা বেগম, রেবেকামকবুল, ইউডিসি উদ্যোক্তা মোঃ আসাদুজ্জামান, রোকেয়া খাতুনসহ তালার সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!