খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

তালায় রহস্যজনক ডাকাতি

তালা প্রতিনিধি

সাতক্ষীরা তালায় অস্ত্রের মুখে জিম্মি করে রহস্যজনক ডাকাতির ঘটনা ঘটেছে। ৪/৫ জনের মুখোশধারী ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ি মালিক বিপ্লব ঘোষকে বেঁধে রেখে ঘরের আলমারীতে সংরক্ষিত প্রায় দেড় লক্ষ টাকা লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে তালার রায়পুর গ্রামে বৃহস্পতিবার(১২ মে) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে। খবর পেয়ে রাতেই স্থানীয় খলিলনগর ফাঁড়ি ও তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, ঘটনার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে তালা ৪ জনের একদল মুখোশধারী ডাকাত দল উপজেলার রায়পুর গ্রামের মৃত লক্ষণ ঘোষের বাড়িতে হানা দেয়। দরজা খোলা থাকায় তারা বিনা বাঁধায় ঘরে ঢুকে লক্ষণের ছোট ছেলে বিপ্লবকে অস্ত্রের মুখে জিম্মি করে শাড়ী দিয়ে বেঁধে খাটের উপর রেখে দেয়। এরপর আলমারীতে রক্ষিত গরু বিক্রির ১ লাখ ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। এসময় বিপ্লবের গোঙানির শব্দে প্রতিবেশী সন্তোষ ঘোষ ও বাইরে অবস্থানরত তার বড় ভাই গৌতম ঘোষ ঘরে ঢুকে তার বাঁধনমুক্ত করলে সে বিস্তারিত ঘটনাটি খুলে বলে।

প্রতিবেশী সন্তোষ ঘোষ জানায়, ঘটনার সময় তার বড় ভাই গৌতম বাইরে বসে কথা বলছিল এবং তার মা পুষ্পরাণী ঘোষ প্রতিবেশী এক বাড়ীতে ধর্মীয় অনুষ্ঠানে ছিল। এদিকে ডাকাতির ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন প্রতিবেশীরা। ঘটনার সময় তার বড় ভাই বাইরে বসে কথা বলছিলেন। ডাকাতরা বাড়ীর ভেতরে ঢোকার সময় কিংবা ডাকাতি শেষে চলে যাওয়ার সময় তাদের কারো সাথে দেখা হয়নি। এমনকি তাকে বেঁধে রেখে তার কাছে না জেনে আলমারীর উপর থেকে চাবি নিয়ে খুলে রক্ষিত টাকা নিয়ে নির্বিঘ্নে চম্পট দেয়। আর গোটা ঘটনাটি ঘটে মাত্র কয়েক মিনিটের মধ্যে।

এব্যাপারে তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পৌছে কোন ডাকাতির আলামত পায়নি। বিষয়টি রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!