খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

তালায় জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তালা প্রতিনিধি

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরার তালায় জাতীয় পার্টির (জাপা) ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপ-শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে ভোর ৭টা হতে পবিত্র কোরআন খতম করা হয়। র‌্যালি শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি এসএম নজরুল ইসলামের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীনের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি কাজী কাশেম, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, এ্যাডভোকেট জিল্লুর রহমান, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, এস এম জাহাঙ্গীর হাসান, মীর কাইয়ুম ইসলাম ডাবলু, শেখ হাবিবুর রহমান, জাপানেতা মোঃ হাশেম আলী, মোঃ আজিজুর রহমান, মোঃ জামাল উদ্দীন, মোঃ আবুল হাসান শেখ,আবুল বাশার, প্রভাষক মোঃ আবুবক্কর, মোঃ নুরুল ইসলাম মোল্ল্যা, শেখ মাসুদ হাসান মনি, ডাঃ সৈয়দ খায়রুল ইসলাম মিঠু, জাতীয় যুবসংহতীর সভাপতি সাধারন সম্পাদক শেখ আমিনুল ইসলাম, যুবসংহতি নেতা লিটন হুসাইন, বাহারুল মোড়ল, নেয়ামত মোড়ল, মতিয়ার রহমান, উপজেলা ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক ইউনুচ আলী সরদার, ছাত্রনেতা বিএম জুলফিকার রায়হান, এসএম হাসান আলী বাচ্চু, রিয়াদ হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন রাজনৈতিক দল হতে হযরত আলীর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন। যোগদান শেষে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপ্রতি পল্লীবন্ধু আলহাজ¦ হুসেইন মুহম্মাদ এরশাদের আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা তাওহীদুর রহমান।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!