খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

তামিমের জরুরি সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টি ভেজা প্রথম ওয়ানডে ম্যাচে হেরেছে বাংলাদেশ। ওই ধাক্কা সামলে ওঠার আগেই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ওয়ানডে দলের অধিনায়ক এবং ওপেনার তামিম ইকবাল।

বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার কথা ছিল তার। তবে সংবাদ সম্মেলনটি দুপুর দেড়টা নাগাদ হওয়ার কথা জানিয়েছে চট্টগ্রামের ওই হোটেল কর্তৃপক্ষ। দলের নিয়মিত কোন সংবাদ সম্মেলন না হওয়ায় চট্টগ্রামের একটি হোটেলে ব্রিফ করার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। তার হঠাৎ এমন সংবাদ সম্মেলন ডাকায় কারণ পরিষ্কার হওয়া যায়নি।

গুঞ্জন আছে ‘বড়’ কোন সিদ্ধান্ত নিতে পারেন তামিম। ব্যাট হাতে রান পাচ্ছেন না তিনি। ওদিকে কোমরের পুরনো ইনজুরির সঙ্গে লড়াই করতে হচ্ছে। আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ‘শতভাগ ফিট নই’ এই ঘোষণা দিয়ে ম্যাচ খেলেছেন তিনি।

যা নিয়ে টিম ম্যানেজমেন্ট তামিমের ওপর ক্ষুব্ধ। রাগ দেখিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তারা তামিমকে ‘সাময়িক বিশ্রামের’ পরামর্শও নাকি দিয়েছেন। সব মিলিয়ে দেশের পক্ষে সর্বোচ্চ ওয়ানডে রানের মালিক তামিম নেতৃত্ব ছেড়ে দিতে পারেন বলে গুঞ্জন আছে।

প্রথম ওয়ানডে ম্যাচ নিয়ে তামিম বলেছিলেন, ম্যাচ ফিটনেস বুঝতেই ম্যাচটা তিনি খেলছেন। ফিটনেস সম্পর্কে ধারণা সম্ভবত তামিম পেয়েছেন। ১৩ রান করে আউট হওয়ার পর ফিল্ডিংয়ের সময় বারবার তাকে কোমরে হাত দিতে দেখা গেছে। কোমর নাড়া-চাড়া করে ‘ব্যথা কমানোর’ চেষ্টা করতে দেখা গেছে। সিরিজের বাকি দুই ওয়ানডে থেকে দেশ সেরা ওপেনার তাই বিশ্রাম নিতে পারেন অথবা বিশ্রামের বিষয়টি তিনি ছেড়ে দিতে পারেন টিম ম্যানেজমেন্টের ওপর।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!