খুলনা, বাংলাদেশ | ২১ আশ্বিন, ১৪৩১ | ৬ অক্টোবর, ২০২৪

Breaking News

  শেরপুর ও ময়মনসিংহে বন্যা পরিস্থিতির অবনতি, এ পর্যন্ত নিহত ৭

তাদের নীরবতায় খুবই আশ্চর্য হয়েছি: জয়া

বিনোদন ডেস্ক

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে শুক্রবার একযোগে মুক্তি পেয়েছে যৌথ প্রযোজনায় নির্মিত ইন্দ্রনীল রায়চৌধুরীর পরিচালিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’। অল্পসংখ্যক দর্শক যারাই সিনেমাটি দেখছেন, প্রশংসায় ভাসিয়েছেন। তবে সিনেমাটি নিয়ে বাংলাদেশের সিনেমাপ্রেমীদের নিরবতায় ‘আশ্চর্য’ হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

আর তা নিয়েই সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ‘দেবী’ খ্যাত এই অভিনেত্রী।

জয়া লিখেছেন, ‘‘মায়ার জঞ্জাল’ ছবিটা মুক্তি পেয়েছে। বাংলাদেশের সিনেমা হলে চলছে। আমাদের দেশে যারা ভালো ছবির জন্য তৃষ্ণার্ত, এমন একটি অপূর্ব ছবি নিয়ে তাদের নীরবতায় আমি খুবই আশ্চর্য হয়েছি। যৌথ প্রযোজনার এই ছবিটি তো আমাদেরও, নাকি? অপি করিম আর সোহেল মণ্ডল এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে। ছবিটির মূলে আছে বাংলা ভাষার জাদুকর লেখক মানিক বন্দ্যোপাধ্যায়।’’

তিনি লেখেন, ‘ভালো ছবি নিয়ে আমাদের পরিচালক, শিল্পী, কলাকুশলীরা সরবে কথা বলতে থাকলে তবেই না ভালো ছবির আবহাওয়াটা গড়ে উঠবে, দর্শকদের তৃষ্ণা বাড়বে।’

সিনেমাটি নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘আমাদের নাগরিক সমাজের একেবারে প্রান্তে জীবনযাপন করা কিছু মানুষের এমন মায়াভরা সিনেমা আমি দেখিনি। জীবনের কঠিন কষাঘাত তাদের ম্রিয়মাণ, তিক্ত আর বাঁকা করে তুলেছে; কিন্তু সব ছাপিয়েও মমতা কীভাবে শেষ পর্যন্ত মানুষকে মানুষের সঙ্গে বেঁধে রাখে—সেই গল্পই দেখিয়েছেন পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী।’

ভালো বাংলা সিনেমার প্রসারে আমাদের মনও প্রসারিত করতে হবে; মন্তব্য করে জয়া আরও লেখেন, ‘ভালো বাংলা ছবির চৌহদ্দী বড় করতে চাইলে আমাদের মনটাও তো প্রসারিত করতে হবে। আমরা সবাই যেন ভালো ছবির সঙ্গে থাকি।’

মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোট গল্প থেকে নির্মিত হয়েছে ‘মায়ার জঞ্জাল’। এই চলচ্চিত্র দিয়ে দীর্ঘ ১৯ বছর পর বড় পর্দায় এলেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। তার সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। বাংলাদেশের সোহেল মণ্ডলও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!