খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

তাজউদ্দীন আহমদের ছোট ভাই সাবেক প্রতিমন্ত্রী আফসার উদ্দিন আর নেই

গে‌জেট ডেস্ক

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছোট ভাই এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আফসার উদ্দিন আহমদ খান (৮১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (১৭ নভেম্বর) ভোরে ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর-৪ আসনের সংসদ সিমিন হোসেন রিমি জানান, তার চাচা ১৯৮৯ সালে কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ১৯৮৭ সালে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। বুধবার বাদ আসর কাপাসিয়ার নিজ গ্রাম দরদরিয়ায় তার জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ জানান, আফসার উদ্দিন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে গাজীপুর-৪ আসন থেকে নির্বাচিত হন। ১৯৯৬ সালের ২৩ জুন প্রতিমন্ত্রীর দায়িত্ব নেন। তারা চার বোন ও চার ভাই ছিলেন। তিনি ছিলেন কনিষ্ঠ ভাই।

সুপ্রিম কোর্ট আইনজীজী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী জানান, আফসার উদ্দিন ১৯৯৬ ঢাকা বারের সভাপতি ছিলেন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ গ্রামের জানাজায় অংশ নেবেন। এর আগে ঢাকা জজ আদালত প্রাঙ্গণে বুধবার সকাল সাড়ে ১০টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে আদালতের বিচারক, আইনজীবীরাসহ রাজনৈতিক নেতারাও অংশ নেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!