খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রীতি ম্যাচ : মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ, সিরিজ শেষ হলো ১-১ সামতায়
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪
  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

ভারতের পানিতে তলিয়ে গেছে দক্ষিণ শার্শার ৬ টি ইউনিয়ন

শার্শা প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার দক্ষিণাঞ্চলের ৬টি ইউনিয়ন। এসব ইউনিয়নের প্রায় ৪ শ’ হেক্টর জমির ফসল ভারতীয় ইছামতি নদীর উজানের পানিতে তলিয়ে গেছে। আউশ আমনসহ বিভিন্ন সবজি পানির নিচে ডুবে গেছে। অনেকের বাড়িতে পানি উঠতে শুরু করেছে।

স্থানীয়রা জানান, গত কয়কদিন ধরে ভারতের ইছামতি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি রুদ্রপুর খাল দিয়ে প্রবেশ করে শার্শার দক্ষিণাঞ্চলের মাঠ ঘাট তলিয়ে গেছে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

দক্ষিণের কায়বা, গোগা, বাগআঁচড়া, উলশী ও পুটখালী ইউনিয়নের বিল অঞ্চল তলিয়ে ভেসে গেছে ডাঙা জমির ফসল।

রুদ্রপুর গ্রামের আজিজুল ইসলাম জানান, প্রতিদিন আধা ফুট করে পানি বৃদ্ধি পাচ্ছে বিলে। ইছামতির পানি খাল দিয়ে ঢুকে পড়ছে শার্শার নিম্নাঞ্চলে। খালমুখে স্লুইজ গেট থাকলেও তা ক্রটিপূর্ণ। পানি আটকানোর ক্ষমতা নেই।

শার্শার কায়বা ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ টিংকু জানান, সীমান্তের ইছামতি নদী দিয়ে আসা ভারতে উজানের পানিতে দক্ষিন শার্শার ৬ টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। প্রায় ৪ শ’ হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ উপজেলা কর্মকর্তার মাধ্যমে মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। ক্ষতির অনুদান আসলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দেওয়া হবে।

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল জানান, কায়বার ঠেঙামারী, আওয়ালী, গোমর, পান্তাপাড়া, ডেয়ো ও মহিষা বিলের আশপাশের প্রায় ৪ শ’ হেক্টর জমি এ বছর পানিতে তলিয়ে গেছে। এতে আউশ ও আমন ধান এবং বিভিন্ন তরিতরকারির আবাদসহ সবজি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!