খুলনা, বাংলাদেশ | ৩ কার্তিক, ১৪৩১ | ১৯ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১১

তরুণদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিচ্ছে পাথ বিডি

গেজেট ডেস্ক 

তরুণদের সাংবাদিকতা পেশায় উদ্বুদ্ধকরণ এবং প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জনে সক্ষম করে তুলতে দুই দিনের প্রশিক্ষণের আয়োজন করেছে Path Bangladesh. শুক্রবার (১৮ অক্টোবর) সকালে নগরীর নিরালায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন হয়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন।

তিনি বলেন, গণতন্ত্র সুসংহত করতে ও রাষ্ট্র সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে তরুণ প্রজন্মকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই-আগস্ট বিপ্লবে জীবন উৎসর্গকারী হাজারো তরুণের আকাঙ্খা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন ব্যর্থ হতে দেওয়া যাবেনা। তথ্যের শক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনের গণমাধ্যমকে প্রকৃত অর্থে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভে পরিণত করতে হবে।

পাথ বাংলাদেশের চিফ অপারেশন অফিসার এস এম শহিদুল্লাহ জ্যাকির সঞ্চালনায় উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ট্রেজারার ও দৈনিক সংগ্রামের ব্যূরো প্রধান আব্দুর রাজ্জাক রানা এবং খুলনা ইউনেস্কো ক্লাবের সভাপতি নুরুল ইমাম খান মিঠু। বক্তব্য রাখেন পাথ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শিহাব মঈন সৌরভ, চিফ প্রোগ্রাম অফিসার ফারদিনা ইসলাম অনন্যা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট খন্দকার শামীম, কর্মকর্তাবৃন্দ আরাফাত হাবিব আকাশ, মোহাম্মদ সালেক ইমাম জিলানী ও তাওফিকুর রহমান।

প্রশিক্ষণের প্রথম দিনে গণমাধ্যম সম্পর্কে মৌলিক ধারণা প্রদান করেন এহতেশামুল হক শাওন। সংবাদের সংগা, সংবাদ সংগ্রহ ও লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা।

দিনের দ্বিতীয়ার্ধে গণমাধ্যমের ভাষা, অনুসন্ধানী সাংবাদিকতা, সংবাদ সম্পাদনা কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি পদকপ্রাপ্ত দৈনিক কালের কন্ঠ’র ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।

দুই দিনের প্রশিক্ষণে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে স্নাতক পর্যায়ে পড়ুয়া ছাত্র-ছাত্রীরা অংশ নিচ্ছেন। শনিবার বিকেলে প্রশিক্ষণ শেষে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হবে।

-প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!