খুলনা, বাংলাদেশ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আগামীকাল ১২৭ পুলিশ কর্মকর্তার সাথে প্রধান উপদেষ্টার বৈঠক
  মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুম-খুনের ন্যায্য বিচার নিশ্চিত করতে হবে : তারেক রহমান

তরমুজের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ জনকে অর্থদণ্ড

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে তরমুজের দাম নিয়ন্ত্রণে ও সরকারি নির্দেশ অমান্য করায় দুই তরমুজ ব্যবসায়ীসহ ৮ জনকে ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড দিয়েছেন। শনিবার (১ মে) দুপুরে সদর বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিটন আলী এ অর্থদণ্ডাদেশ দেন।

এ সময় ৮ টি মামলার মাধ্যমে মোট এক হাজার ৯০০ টাকা আদায় করা হয়। সেই সাথে তাদেরকে সরকারি আদেশ মানার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিটন আলী সাংবাদিকদের বলেন, শনিবার দুপুর ১২ টায় চিতলমারী সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছি। এ সময় সরকারী বিধি নিষেধ অমান্য করে মাস্ক না পরা ও অধিক মূল্যে কেজি দরে তরমুজ বিক্রি করায় ভোক্তা অধিকার আইনে দুই তরমুজ ব্যবসায়ীসহ ৮ জনকে ১ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড দিয়েছি। লকডাউন চলাকালীন এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!