খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই : ফখরুল
  নাটোরে লালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ স্কুলশিক্ষার্থী নিহত
  নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই সংস্কারের প্রস্তাব : বদিউল আলম

ঢাবির হলে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

গেজেট ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের ১৬৫ নম্বর কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম বাংলা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায়।

জানা যায়, সলিমুল্লাহ মুসলিম হলের ১৬৫ নম্বর কক্ষে মঞ্জুরুলসহ মোট আট শিক্ষার্থী থাকতেন। সোমবার (২১ আগস্ট) বিকেলে রুমের অন্য সদস্যরা যখন বাইরে ছিলেন, তখনই একটি গামছার সাহায্যে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন তিনি। পরবর্তীতে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে অন্যান্যরা।

এদিকে মঞ্জুরুল আত্মহত্যা করেছেন কিনা তা এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশ ও সিআইডি উপস্থিত হয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!