খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা বিভাগে ৭ জেলা-নগরে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

গেজেট ডেস্ক

ঢাকা বিভাগের অন্তর্গত সাত জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই কমিটি অনুমোদন দেন। এসব কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে নারায়ণগঞ্জ জেলায় ৯ সদস্যের কমিটিতে সভাপতি নাহিদ হাসান ভূইয়া (নাহিদ), সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মেহেদী হাসান দোলনকে।

নারায়ণগঞ্জ মহানগরে ৬ সদস্যের কমিটিতে সভাপতি রাকিবুর রহমান সাগর, সিনিয়র সহসভাপতি শাহাজাদা রতন, সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক সিকদার এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল; নরসিংদী জেলায় ৫ সদস্যের কমিটিতে সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সিনিয়র সহসভাপতি মাইন উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত এবং সাংগঠনিক সম্পাদক সজীব ভূইয়া।

মানিকগঞ্জ জেলায় ৫ সদস্যের কমিটিতে সভাপতি আব্দুল খালেক শুভ, সিনিয়র সহ সভাপতি মৃদুল কান্তি মফ্ফল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন; গাজীপুরে ৬ সদস্যের কমিটিতে সভাপতি ইমরান হোসেন শিশির, সিনিয়র সহসভাপতি সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি এবং সাংগঠনিক সম্পাদক শাহিন আলম সরকার।

গাজীপুর মহানগরে ৭ সদস্যের কমিটিতে সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম শামিম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন এবং সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন; মুন্সিগঞ্জ জেলায় ৫ সদস্যের কমিটিতে সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ সভাপতি হিমেল মল্লিক, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল এবং মাহবুব মল্লিককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!